বিদেশিনী
বিদেশিনী
সাইফুল ইসলাম--
দেখবে অরূপ রতন---
খেলা করে সপ্তশির সাথে
এখানে মায়াবি চাদঁ চেয়ে থাকে
নক্ষত্রের পানে।
লুকোচুরি খেলে মেঘের আড়ালে।
ভাগা ভাগি করে মনের কথাগুলো—
যেমন তুমি করতে,
আদো বংলায়।
আমি বংলার তাই বুঝেনিতাম
ফেস বুকের প্রথম পাতায়।
দেখবে!
এখানে গ্রস্মের শেষে
দারুন ব্রষ্টিতে
কথা বলাবলি চলে
ডুমুর তলায়।
কখন বা একা পথচলা
কালোমেঘের অন্ধকারে
দূসর চারদিক।
লাল কামিজ আর কাল ছাতায়
এঁটে যাওয়া স্লিপার কাদায়-
তোমার বিরক্তীতে
আমার অন্য রকম ভললাগা তুমি জেনেছিলে।
হটাত বজ্র ধবনি,
ভয় আর হাসিতে,
তুমিও বলেছিলে—
কতো নাজানা কথা
সুধু পথ চলা কালো মেঘের অন্ধকারে।
You are come from far farther
But you are not unknown
To arrange all things in the household chores
When you say 'happy up to take food'.
It is not enough time to take them!
I am happy to see your guidance.
Actually, I wrote this poem to see an incident a lovely woman of France whose dress patents as like a Bangli style. I saw her on Facebook. I was astonished to see her. She was looked so beautiful and for the reason wrote the poem in Bangla.
I saw the style of Bangli in her. Then I remember now the development of the country to impress on culture. The ideal culture will be made a great nation. so, Nation tries to find their real and true culture which gives them development.
Comments
Post a Comment